চট্টগ্রামহাটহাজারী

হাটহাজারীতে শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক প্রধান শিক্ষক। তিনি উপজেলার চারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আজম। বুধবার (২১ আগস্ট) দুপুরে পদত্যাগ করেন তিনি।

জানা যায়, শ্রেণিকক্ষে সমাজবিজ্ঞান ক্লাসে আয়নাঘর নিয়ে আলোচনায় বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করার অভিযোগে ক্ষেপে উঠেন প্রধান শিক্ষক শফিউল আজম। পরে প্রকাশ্যে শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক শিক্ষককে কান ধরিয়ে ক্ষমা প্রার্থনা করান তিনি। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক শফিউল আজমের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে ছাত্রজনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনী ও থানা পুলিশ দল। পরে দীর্ঘ ৪ ঘণ্টা অফিসে অবরুদ্ধ থাকার পর পদত্যাগ করতে বাধ্য হন প্রধান শিক্ষক শফিউল আজম।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জানান, ছাত্রদের দাবির মুখে চারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন। এরপর স্কুলের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পদত্যাগপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *