লাইফস্টাইল

হাত-পায়ের নখে ময়লা থাকলে কি অজু হবে?

ইসলাম সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা বলে। এরই অংশ হিসেবে নিয়মিত হাত-পায়ের নখ কাটতেও বলা হয়।

তারপরও অনেকে সেটা মানেন না বলে তাদের নখে ময়লা জমে যায়। এ অবস্থায় প্রশ্ন মেলে, নখের ভেতর ময়লা থাকলে অজু হয় কি না।

এর উত্তরে ফকিহরা বলে থাকেন, নখের ভেতর ময়লা জমে থাকলেও অজুর সময় সে অংশ ভিজে গেলে অজু হয়ে যায়।

উল্লেখ্য, হাত পায়ের নখ সপ্তাহে একবার কাটা উত্তম। নাফে (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) প্রত্যেক জুমআর দিনে মোঁচ ও নখ কাটতেন।

(সুনানে কুবরা, বায়হাকি ৩/২৪৪; আলবাহরুর রায়েক ১/৪৭; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৭৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৬৪; আদ্দুররুল মুখতার ১/১৫৪)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *