হামাসের নতুন একটি টানেল পাওয়ার দাবি ইসরায়েলের
গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের আরও একটি টানেলের সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার (২০ জানুয়ারি) এই টানেলের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। খবর রয়টার্সের।
ইসরায়েলি বাহিনীর দাবি, টানেলটিতে অন্তত ২০ জন ইসরায়েলি জিম্মিকে আটকে রাখা হয়েছিলো। সুড়ঙ্গের ভেতরে চলাচলের জন্য অন্তত এক মিটার দীর্ঘ পথ রয়েছে। এছাড়া, থাকার ঘর, টয়লেটের অস্তিত্ব পাওয়ার দাবি তেল আবিবের। পরে বিস্ফোরক ব্যবহারে টানেলটি ধ্বংস করা হয়েছে বলে জানায় আইডিএফ।
স্থল অভিযানে এখন পর্যন্ত হামাসের বেশ কয়েকটি টানেল ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। অভিযোগ, হামলা চালানোসহ নানা সামরিক কাজে এসব টানেল ব্যবহার করতো হামাস।