চট্টগ্রামপটিয়া

হাসপাতালের অব্যবস্থাপনা বিষয়ে ব্যাখ্যা চাইলেন নতুন এমপি

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন নবর্নিবাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।

হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণের কাজে বিভিন্ন অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা নিয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যদের কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি। কেন তাকে সরেজমিনে এসে নিম্নমানের সামগ্রী ব্যবহারের হাতেনাতে প্রমাণ পেয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিতে হলো, ব্যবস্থাপনা কমিটি থাকার পরও কেন এ ধরনের অনিয়ম হচ্ছে- তারও ব্যাখ্যা চেয়েছেন সংশ্লিষ্টদের কাছ থেকে।

পটিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম পটিয়া-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন।

এমপি আরো বলেন, সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে কমিটি পুনর্গঠন করা হবে। এ ছাড়াও সাবকমিটিগুলোর ব্যাপারে তিনি ব্যাখ্যা চেয়েছেন। আগামী মিটিংয়ে সংশ্লিষ্ট কাগজপত্র প্রস্তুত রাখার নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে। অকার্যকর কমিটির ব্যাপারেও ব্যাখ্যা চেয়েছেন।

১০০ শয্যা হাসপাতালের উন্নতীকরণের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার বন্ধে নির্দেশ দেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে পৌরসভার মেয়রের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ ব্যাপারে একটি কমিটি গঠন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়ে দেন। জনবল সংকটের বিষয়টিও দেখার আশ্বাস দেন।

হাসপাতালের সিসিটিভি ক্যামেরা, রাতে হাসপাতাল এলাকায় মাদকাসক্তদের আড্ডা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। ধলঘাট,পাচুরিয়া এলাকার ঝুঁকিপূর্ণ সাব-সেন্টারগুলো নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আরো বলেন, হাসপাতালের সমস্যা সমাধানে যা যা করা দরকার আমি তার ব্যবস্থা করবো। তাই আমাকে যথাসময়ে সঠিক তথ্য দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *