দেশজুড়ে

হাসপাতাল চত্বরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারী (৫০) ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় রোববার বিকেলে (১২ মে) পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত মোজাম্মেল নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকার আবসার আলীর ছেলে জানা গেছে।

পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন ওই নারী নিজের পরিচয় দিতে পারছে না। প্রায় মাসখানেক আগে দুর্ঘটনায় পা ভেঙে গেলে কয়েকজন স্বেচ্ছাসেবী তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তখন থেকেই সে এখানে থাকছে। কখনো হাসপাতালে বারান্দায়, আবার কখনো হাসপাতাল চত্বরে ঘুরাঘুরি করে দিনরাত কাটে তারা।

গত শনিবার (১১ মে) রাত ৩টার দিকে হাসপাতালের সামনের সীমানা প্রাচীরের কাছে সুযোগ বুঝে পঞ্চাশোর্ধ বয়সী মোজাম্মেল তাকে ধর্ষণ করে। সে সময় ওই নারীর চিৎকার শুনে পাশের অ্যাম্বুলেন্স চালকরা ছুটে এসে মোজাম্মেলকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ্য করে। গত ১০ মে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ওই হাসপাতালে ভর্তি হয়েছিল ধর্ষণে অভিযুক্ত মোজাম্মেল ।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক তদন্ত রঞ্জু আহম্মেদ বলেন, হাসপাতাল চত্বরে মানসিক ভারসাম্যহীন একজন নারীকে ধর্ষণের অভিযোগে মোজাম্মেল নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। ওই নারীকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *