১০ কোটি টাকার আইস ফেলে পালাল কারবারি
কক্সবাজারের টেকনাফে ২.১০৮ কেজি ওজনের আইসের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য ১০ কোটি টাকারও বেশি। তবে কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আজ সোমবার (২৯ জানুয়ারি) টেকনাফ বিওপির বিআরএম-৭ হতে প্রায় ৪ শ গজ দক্ষিণে মির্জার জোড়া এলাকা থেকে মাদকগুলো জব্দ করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, তল্লাশি চালিয়ে চোরাকারবারির ফেলে যাওয়া একটি প্লাস্টিক ব্যাগ থেকে ২.১০৮ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। তবে কোন চোরাকারবারি আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্তে অভিযান চলমান রয়েছে।