চট্টগ্রাম

১১ দফা দাবি বাস্তবায়নে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৭ দিনের আল্টিমেটাম

অন্যান্য বাহিনীর মতো সকল ধরনের সুযোগ সুবিধাসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম স্টেশনে সংবাদ সম্মেলন করেছে রেলওয়ে পূবাঞ্চল নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ সময় ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা।

রবিবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে সাদা পোশাকে অর্ধ শতাধিক রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্যরা এ সংবাদ সম্মেলনের করেন।

দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, ‘রেলওয়ে নিরাপত্তা বাহিনী ২০১৬ সনের ২ নং আইন অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদ অনুসারে একটি শৃঙ্খলা বাহিনী। অন্যান্য বাহিনীর মতো আমরা সকল ধরনের সুযোগ সুবিধা চাই। আধুনিকায়ন করার জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনো সাদা পোশাকে নিজ নিজ অবস্থান থেকে রেলওয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছি। কিন্তু আগামী ৭ দিনের মধ্যে আমাদের ১১ দফা দাবি বাস্তাবায়ন না হলে কর্মস্থল ত্যাগসহ কর্ম বিরতি পালন করা হবে।’

এর আগে ৭ আগস্ট ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে সারাদিন কর্মবিরতি পালন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবি সদস্যরা। চট্টগ্রামের সকল সার্কেলের সবাই রেলস্টেশনে এসে বিক্ষোভ শুরু করেন। এরপর চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় উপব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম আশ্বস্ত করার পর কাজে ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *