চট্টগ্রাম

১৯৪ একর জমির ডিসি পার্কে ১২৭ প্রজাতির ফুল

মানুষে ঠাসা চট্টগ্রাম নগরে একখণ্ড অবসর কাটানোর খোলা আকাশ নেই! উৎসব আনন্দে রেস্টুরেন্ট বা খাবারের দোকানগুলো এখন নগরবাসীর একমাত্র বিনোদন। ইট-পাথরের দালানে দালানে ক্রমশ ছোট হচ্ছে নগর। নগরজীবনে আনন্দ ফেরাতে ফৌজদারহাটের ১৯৪ একর জমিতে ১২৭ প্রজাতির ফুল নিয়ে চট্টগ্রাম ডিসি পার্কে উদ্বোধনের অপেক্ষায় ফুল উৎসব।

মাসব্যাপী ওই উৎসব শুরু হবে ২৫ জানুয়ারি। যেখানে দেখা মিলবে প্রায় পাঁচ হাজারেরও বেশি ফুলের। এছাড়া থাকছে কায়াকিং, ঘুড়ি উৎসব, মাছধরার সুব্যবস্থা ও কিডস জোন। ফুল উৎসব ঘিরে পুরোদমে প্রস্তুতি চলছে জেলা প্রশাসনের। এর মধ্যেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জানান দিচ্ছে সফল ফুল উৎসবের আগাম বার্তা।

দর্শনার্থীরা বলছেন, ডিসি পার্কে আসলেই নতুন নতুন ফুলের সঙ্গে পরিচিত হওয়া যাচ্ছে। বাচ্চারাও হরেক রকম ফুল দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *