২১ লাখ টাকা চুরি করে কবরস্থানে লুকিয়ে রাখে দোকানের কর্মচারী
চট্টগ্রাম নগরীর টেরিবাজারে কাপড়ের দোকানের ক্যাশ বাক্স থেকে ২১ লাখ ৭৮ হাজার টাকা চুরির ঘটনায় কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মো. মিরাজ উদ্দিন প্রকাশ হাসান (৩০) সাতকানিয়া উপজেলার ছদাহ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে।
শনিবার (১ জুন) তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক।
তিনি বলেন, মনজুরুল আলম টেরিবাজার এলাকায় কাপড়ের ব্যবসা করেন। মিরাজ উদ্দিন প্রকাশ হাসান তার দোকানের কর্মচারী। গত ২৮ মে রাতে দোকান বন্ধ করে চলে যান। পরদিন ২৯ মে সকালে দোকানে এসে দেখেন দোকানের শার্টার ভাঙা এবং ক্যাশবাক্সে ২১ লাখ ৭৮ হাজার টাকা নেই। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেন দোকান কর্মচারী হাসান। পরে তার বাড়ি সাতাকানিয়া থানাধীন আফজাল নগর এলাকায় মসজিদের কবরস্থানের জঙ্গল থেকে পলিথিন মোড়ানো ২১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।