২২ ঘণ্টা পর ১০২ যাত্রী নিয়ে উড়ল এয়ার এরাবিয়া
যান্ত্রিক ত্রুটি সারিয়ে এয়ার এরাবিয়ার সেই ফ্লাইটটি প্রায় ২২ ঘণ্টা পর ১০২ যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে ফ্লাইটটি উড্ডয়ন করে।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহ আমানত আন্তর্জানতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশে উড্ডয়ন করে। এ সময় ফ্লাইটে ১৪৯ জন যাত্রী ছিলেন। এক ঘণ্টা পর মাঝ আকাশে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে পাইলট বিমানবন্দরে ফিরে আসেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রীদের নিয়ে ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে নিয়ম অনুযায়ী যাত্রীদের চট্টগ্রামের বিভিন্ন হোটেলে রাখা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, যান্ত্রিক ত্রুটি ঠিক করার পর এয়ার এরাবিয়ার ফ্লাইটটি ১০২ জন যাত্রী নিয়ে রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম ত্যাগ করে।