২২ ভরি স্বর্ণ নিয়ে বিদেশে পালানোর সময় কর্মচারী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর নিউমার্কেট বিপনী বিতানের এক স্বর্ণের দোকান থেকে ২২ ভরি স্বর্ণ চুরি করে বিদেশ পালিয়ে যাওয়ার সময় দোকান কর্মচারী চন্দন ধরকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) ঢাকা বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চন্দন ধর রাঙ্গুনিয়া থানাধীন মধ্য বেতাগী বনিকপাড়া ৩ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ চন্দ্র ধরের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, কাঞ্চন মল্লিক (৬৫) নিউমার্কেট মোড়স্থ বিপনি বিতান শপিংমলের দ্বিতীয় তলার চৌধুরী জুয়েলার্সের স্বত্বাধিকারী। গত ২৩ মার্চ দোকানের কর্মচারী চন্দন ধরসহ দোকানের অন্যান্য কর্মচারী মালিকের অজান্তে বিভিন্ন দফায় ৬টি স্বর্ণের নেকলেস চুরি করে পালিয়ে যায়। যার ওজন ২২ ভরি। পরে গত ২ এপ্রিল তিনি থানায় মামলা দায়ের করেন।
পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে বিদেশ পালিয়ে যাওয়ার সময় চন্দন ধরকে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে হাজারী গলি এবং হাটহাজারী থানাধীন মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৪ ভরি ৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।