২৮ টন মহিষের মাংস নিলামে উঠছে কাল
চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ মেয়াদ উত্তীর্ণের ঠিক নয়দিন আগে নিলামে তুলছে ভারত থেকে আসা ২৮ হাজার ৪০ কেজি হিমায়িত মহিষের মাংস ও ৬৩ টন হিমায়িত মাছ ও সাড়ে ১৮ টন আদা।
আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় প্রকাশ্য নিলামে তোলা হবে এই পণ্যগুলো।
আজ বুধবার (২২ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমসের নিলাম কার্যালয়ের প্রায় দুই কিলোমিটার এলাকায় মাইকিং করে মাংস, মাছ ও আদার নিলামের প্রচারণা চালানো হয়েছে।
২৮টন হিমায়িত মহিষের মাংসের সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ২৩৫ টাকা। তবে হিমায়িত এ মাংসের মেয়াদোত্তীর্ণ হবে আগামী ২ ডিসেম্বর। নিলাম সংশ্লিষ্টরা মেয়াদ ফুরিয়ে যাওয়ার ঠিক নয়দিন আগে ২৮ টনের বেশি এই মাংস নিলামে বিক্রি হলেও তা খাওয়ার উপযুক্ত থাকবে কিনা তাতে সন্দেহ প্রকাশ করছে।
জানা যায়, চলতি বছরের শুরুতে ১ হাজার ৭০০ কার্টনে ভারত থেকে এই মাংস। মেসার্স এমবি ট্রেডিং এই মাংস আমদানি করলেও চালানটি খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চলতি বছরের ৩ মার্চ এই মাংস নিলাম যোগ্য বলে আর এল ভুক্ত করে। এমভি এইচ আর এরি জাহাজে আসা ওই মাংস ২৭ মার্চ পচনশীল পণ্য হিসেবে দ্রুত ইনভেন্ট্রি করে কাস্টমস কর্তৃপক্ষ।
এই মাংস ছাড়াও আগামীকাল একইদিন সকালে নিলামে উঠছে দুটি আলাদা লটে প্রায় ৬৩ টন মাছ ও সাড়ে ১৮ টন আদা।