চট্টগ্রাম

৪৬টি চোরাই মোবাইলসহ দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ ৪৬টি চোরাই মোবাইলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৪ জুন) রিয়াজুদ্দিন বাজার ও সাতকানিয়া থানাধীন কেরানীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ- পরিদর্শক মুহাম্মদ মোশাররফ হোসাইন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজুদ্দিন বাজার তাহের ম্যানশনের শ্যামলী হোটেলের নিচে জাহিয়া মোবাইল শপে অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত আসামি মো. জানে আলমকে (৩৪) গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে নয়টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিমতে সাতকানিয়া থানার কেরানীরহাট তাসনুভা ওশান সিটির মা-বাবার দোয়া মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান পরিচালনা করে ৩৭টি চোরাই মোবাইলসহ তাওহিদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *