চট্টগ্রাম

৪ বছর ধরে পলাতক দুই ভাই অবশেষে গ্রেপ্তার

নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আপন দুই ভাইকে চার বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রবিবার (২৪ মার্চ) বিকেলে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হল, নোয়াখালীর সোনাইমুড়ি থানার নাটেশ্বর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে নুরুল আমিন প্রকাশ নুরু (৪৮) ও তার ছোট ভাই শাহাব উদ্দিন (৪৪)।

সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, নোয়াখালীর সোনাইমুড়ির একটি হত্যাকাণ্ডের ঘটনায় ২০২০ সালের ৯ মে একটি মামলা হয়। সেই মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার দুই ভাই। র‍্যাব-১১ এবং র‍্যাব-৭ এর যৌথ অভিযানে গত ২২ মার্চ রাত সাড়ে ১১টার দিকে বড় ভাই নুরুকে আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছোট ভাই শাহাব উদ্দিনকে নগরীর সিআরবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারা গ্রেপ্তার এড়াতে গত চার বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *