চট্টগ্রাম

৪ বছর পর হত্যা মামলার আসামি সহযোগীসহ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। মঙ্গলবার (১১ জুন) বিকেলে নগরের চকবাজার ও আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—হালিশহর থানার আচার্য্যপাড়ার তপন চক্রবর্তীর ছেলে সুমন চক্রবর্তী (৪২) এবং একই এলাকার মৃত কাঙ্গাল দে-র ছেলে তাজুল দে (৪০)।

র‍্যাব জানায়, ২০২০ সালে পারিবারিক বিরোধের জেরে ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে আসামিরা। পরবর্তীতে মামলা রুজু হওয়ার পর গ্রেপ্তার এড়াতে তারা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শরীফ-উল-আলম জানান, আসামি সুমনকে চকবাজার থানার ডিসি রোড থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি তাজুলকে আনোয়ারা থানার চাতরি চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *