কক্সবাজারচট্টগ্রাম

৫৬৬ ডিম ছেড়ে সাগরে ফিরেছে ৫ মা কাছিম

৫টি মা কাছিম ৫৬৬টি ডিম পেড়ে সাগরে ফিরে গেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে মেরিন ড্রাইভ সড়কের কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া সমুদ্র সৈকতের রেজুখাল মোহনার বালিয়াড়িতে ১ টি অলিভ রিডলি মা কাছিম ১০১ টি ডিম পেড়ে সমুদ্রে ফিরে যেতে সক্ষম হয়।

এছাড়া টেকনাফের শামলাপুর ২ টি কাছিম থেকে ২৪০টি, মাথাভাঙ্গা ১টি কাছিম থেকে ১১৫টি, উত্তর শীলখালী ১টি কাছিম থেকে ১১০টিসহ মোট ৫ টি কাছিম থেকে ৫৬৬ টি ডিম সংরক্ষণ করা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ৫ টি কাছিম ৫৬৬ টি ডিম পেড়ে সুস্থভাবে সমুদ্রে ফিরে গেছে। এটা নিঃসন্দেহে খুশির সংবাদ। এর আগে গেলো ২ মাসে সোনাদিয়া থেকে শুরু সেন্টমার্টিন পর্যন্ত ৯৪টি মৃত মা কাছিম ভেসে আসে। গতকালও ১০টি মা কাছিম ভেসে আসে মৃত অবস্থায়। বেশিরভাগ কাছিমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং জাল প্যাচানো রয়েছে। এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, ডিমগুলো সংগ্রহ করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট, মেরিন লাইফ এলায়েন্স, কোডেক-ন্যাচার এন্ড লাইফ প্রজেক্টের হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *