৬ সাংবাদিকের নামে হত্যা মামলায় বিএসআরএফের প্রতিবাদ
ছয় সাংবাদিকের নামে হত্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএসআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সাধারণ সম্পাদক মাসউদুল হক এ নিন্দা জানান।
তারা বলেন, পেশাদার এ ছয় সাংবাদিকের নামে হত্যা মামলা দায়ের গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহবান জানাচ্ছি।
বিএসআরএফ নেতারা আরও বলেন, এ সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে বিষয়ে তদন্ত করতে কোনো আপত্তি নেই। তবে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংবাদকর্মীদের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের বন্ধ করতে হবে।
সম্প্রতি হত্যা মামলার আসামি হওয়া বিএসআরএফের ছয় সদস্য হলেন- শ্যামল সরকার, মাঈনুল আলম, সৈয়দ শুকুর আলী শুভ, শরীফুল ইসলাম, শাহনাজ শারমীন ও জিহাদুর রহমান জিহাদ।