বোটে অগ্নিকাণ্ডে নিহত প্রকৌশলীর মরদেহ ৪২ দিন পর দেশে
চট্টগ্রাম: দেশে ফিরেছে ভারতের কাশ্মীরে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত রাঙামাটির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশলের মৃতদেহ।
ডিএনএ পরীক্ষার পর দীর্ঘ ৪২ দিন পর দেশে আসে কাশ্মীরে ডাল লেকের হাউজবোটে নিহত এ প্রকৌশলীর।
অনিন্দ্য কৌশলের ভগ্নিপতি আশীষ কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পর সন্ধ্যায় মিরসরাইয়ের মিঠাছড়া দক্ষিণ দূর্গাপুর গ্রামের পারিবারিক সমাধিস্থানে তাকে সমাধিস্ত করা হয়।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর ভারত স্থানীয় সময় ভোর সোয়া পাঁচটার দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে সাফিনা নামের একটি হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়। তাদের মধ্যে দুজন প্রকৌশলী ও একজন ঠিকাদার। যে তিনজন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে অনিন্দ্য কৌশল ছাড়াও ছিলেন ইমন দাশগুপ্ত ও মাইনুদ্দিন চৌধুরী আরও দুই জন।