স্কুলছাত্র নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের চন্দনাইশে সিএনজি অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত নুর উদ্দিনের বাবা শাহ আলম বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ সড়ক পরিবহন আইনে মামলাটি রেকর্ড করে আটক সিএনজি চালক মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। জাহাঙ্গীর চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. মহিউদ্দীনের ছেলে।ছোট ভাইকে মাদ্রাসায় দিতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল বড় ভাইয়ের
সোমবার সকালে ছোটভাই আমির উদ্দীনকে সাইকেলে করে মাদ্রাসায় নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে নাম্বারবিহীন সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হন নুর উদ্দিন নামে ওই স্কুলছাত্র। উপজেলার বরমা-বৈলতলী সড়কের বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই অটোরিকশাটি জব্দ করে চালককে গ্রেপ্তার করে পুলিশ।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, সিএনজিটি থানায় জব্দ আছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় সিএনজি চালকে আদালতে পাঠানো হয়েছে। নিহত নুর উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।