ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি
চট্টগ্রাম : চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান মুরাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানান উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম।
এতে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ‘বিএনপির নেতা’ আহমদ হোসেন সোহেল কর্তৃক দায়ের করা মামলাটি মিথ্যা দাবি করে তীব্র প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে সোহেলকে ভূমিদস্যু আখ্যায়িত করে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, হাসান মুরাদ একজন মেধাবী ছাত্রনেতা। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিএনপি নেতা সোহেল। হাসান মুরাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান উত্তর জেলা ছাত্রলীগের এই দুই নেতা।
অন্যদিকে মামলার বাদী আহমেদ হোসেন সোহেলের আইনজীবী অ্যাডভোকেট আবু সায়েম মোহাম্মদ নাসিম উদ্দীন বলেন, আমার মক্কেল সোহেল যুবলীগের রাজনীতি ও ব্যবসা করেন। হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করার ঘটনায় ব্যবসায়ী সোহেলের হাটহাজারী থানায় দায়ের করা মামলায় হাসান মুরাদ হাইকোর্টে জামিনের আবেদন করেন। হাইকোর্ট ৩ সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ প্রদান করেন। কিন্তু ৩ সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও আদালতে আত্মসমর্পণ করেনি হাসান মুরাদ। আদালতে গ্রেপ্তারি পরোয়ারা জারি করার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে হাসান মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে গত ১৬ ডিসেম্বর আহমেদ হোসেন সোহেলের করা মামলা তুলে নিতে হত্যার হুমকিদাতা মো. হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানান তিনি।