টেকনাফে আইস ও ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা
কক্সবাজারের টেকনাফে পৃথক দু’টি অভিযান চালিয়ে ২ কেজি ১৩২ গ্রামের ক্রিস্টাল মেথ আইস এবং ৭৮ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে পাচার হয়ে আসার খবর পেয়ে অভিযান দুটি পরিচালনা করা হয়। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাবরাং কাটাবুনিয়ায় সাগরপথে মাদকের একটি চালান ঢোকার খবর পেয়ে অভিযানে যায়ন বিজিবির সদস্যরা। এ সময় বিষয়টি টের পেয়ে এক মাদক কারবারি একটি প্লাস্টিকের ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ২ কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেন।
তিনি আরও জানান, অন্যদিকে শনিবার রাত ১২টার দিকে সাবরাং লবণ মাঠ দিয়ে সীমান্ত পার হয়ে ঢোকার সময় দুজন মাদক কারবারিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় মাদক কারবারিরা ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ ফেলে যায়। সেখানে তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।