ভোটকেন্দ্রে নৌকার ভ্যানগার্ডের দায়িত্বে থাকবে যুবলীগ
চট্টগ্রাম: দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে যুবলীগে ভোটকেন্দ্রে ভ্যানগার্ডের দায়িত্বে থাকবেন। বিএনপির আগুন সন্ত্রাস, নৈরাজ্যে বিরুদ্ধে ৭ জানুয়ারি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
পাশাপাশি উৎসবমুখোর ভোট গ্রহনে যুবলীগ অগ্রণী ভুমিকা রাখবে। পটিয়ার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পৌর যুবলীগের উদ্যোগে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নৌকার বিরোধীতাকারী ও বিদ্রোহী প্রার্থী সামশুল হক চৌধুরীর নেতৃত্বে পটিয়ায় থাকা বির্তকিত কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকার করছে। সামশুল হক চৌধুরী দলীয় নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছেন। গত ১৫ বছর সামশুল হক চৌধুরী এমপি থাকাকালীন সময়ে বড় বড় প্রকল্পে অনিয়ম, দূর্নীতি করে নিজের পকেটভারী করেছেন।
এ সময় তিনি নৌকার প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকায় ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
পটিয়া পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলমের পরিচালনায় বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা কাজী তৈয়ব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির চৌধুরী, প্রধান বক্তা কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব, এফআই আলমগীর, সোহেল মো. নিজাম উদ্দিন, শহীদুল আলম, সঞ্জীব দাশ, গফফারুল বশর মনু, আমির খসরু, জসিম উদ্দিন, জসিম উদ্দিন কাউন্সিলর, হাসান উল্লাহ চৌধুরী, সোহেল ইমরান, শাহেদ চৌধুরী সুমন, দেবর্শী চক্রবর্ত্তী, শফিকুল ইসলাম, রূপশী দাশ, নোমান টিপু, নজরুল ইসলাম, আবু তৌহিদ, মো. কায়েস, আমান উল্লাহ শিমুল, আবদুস ছমদ মুমিন আবদুল মান্নান, গিয়াস উদ্দিন, মিজানুর রহমান, মো. লিটন, সামশুল ইসলাম, শহীদুল ইসলাম, নাছির, সাইফুদ্দিন বিপু, কামাল উদ্দিন, শাহরিয়ার শাহজাহান, নাজিম উদ্দিন নাজু, মীর আবদুল আউয়াল, মো. কায়সার প্রমুখ।