অর্থনীতি

আমদানির অর্থায়নের তথ্য দেওয়ার নতুন নির্দেশনা

দেশের ব্যাংকগুলোর আমদানি পরবর্তী অর্থায়ন বা পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিংয়ের (পিআইএফ) তথ্য দিতে হয় বাংলাদেশ ব্যাংকে। আগামী মার্চ থেকে নতুন ছকে প্রতি তিন মাস অন্তর এ তথ্য দি‌তে হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০২১ সালে জারি করা সার্কুলারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল এই দুইটি খাতের এবং ২০২২ সালের সার্কুলারে ট্রেডিং পণ্য ও কৃষিজাত পণ্য খাতের পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিংয়ের (পিআইএফ) সুবিধা অন্তর্ভুক্ত করা হয়। এসব খাতের পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিংয়ের (পিআইএফ) তথ্য নতুন ছকে প্রতি তিন মাস অন্তর হার্ড ও সফট কপি ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দাখিল করতে হবে। একইসঙ্গে বিবরণীর একটি অনুলিপি ব্যাংকিং প্রবিধি ও নীতি (বিআরপিডি) বিভাগের টাস্কফোর্স সেলেও পাঠাতে হবে।

এ নির্দেশনা চলতি বছরের মার্চে সমাপ্ত ত্রৈমাসিক থেকে কার্যকর হবে। আগে জারি করা এ সংক্রান্ত অন্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বিকাশ পেমেন্টে ডেঙ্গু টেস্টে ২৫০ টাকা ছাড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *