আইন-আদালত

ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের (যাত্রাবাড়ী ও শ্যামপুর) গেজেট প্রকাশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট

ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানমের রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিচারপতি বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহার হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, মোতাহার হোসেন সাজু ও এবিএম আলতাফ হোসেন।

মোতাহার হোসেন সাজু জানান, অনিয়মের অভিযোগে ১৮ কেন্দ্রে পুনরায় ভোট চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছিলেন। একটি কমিটি করে সেই আবেদনের ওপর ১০ দিনের মধ্যে ইনকোয়ারি করতে বলা হয়েছে। আর ইনকোয়ারি রিপোর্ট দাখিল করতে বলেছেন। এসময় পর্যন্ত ঢাকা-৪ আসনের নির্বাচনের গেজেট প্রকাশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

শিশু আয়ানের মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

এর আগে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। ট্রাক প্রতীক নিয়ে তিনি ২৪ হাজার ৭৭৫ হাজার ভোট পেয়েছেন।

অপরদিকে নৌকা প্রতীক নিয়ে নিয়ে সানজিদা খানম পান ২২ হাজার ৫৭৭ ভোট। আর বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৯৮ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *