প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমারসহ আরও ৩ দেশের সরকার
জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আরও তিন দেশ। মিয়ানমারের প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে ‘প্রচন্ড’ বুধবার শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া অভিনন্দন জানিয়েছে ব্রাজিল সরকার।
শেখ হাসিনাকে লেখা বার্তায় মিয়ানমারের প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বলেন, তাঁর দেশের জনগণ, সরকার ও তাঁর নিজের পক্ষ থেকে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন। আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের জনগণের এই আস্থা ও অপ্রতিরোধ্য সমর্থন আপনার ও গত এক দশকে আপনার নেতৃত্বের প্রতি জনগণের দৃঢ় অনুমোদনের স্পষ্ট প্রতিফলন।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল তাঁর বার্তায় দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক সমর্থন, বোঝাপড়া ও সহযোগিতার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী যোগাযোগ রয়েছে। বিদ্যমান বহুমুখী সম্পর্ক আরও জোরদারে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে চাই।’
শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
বুধবার ঢাকায় প্রাপ্ত ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় জানা গেছে, মঙ্গলবার ব্রাজিল সরকারের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে। উভয় দেশের উন্নয়ন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার উন্নয়ন এবং দারিদ্র্য, ক্ষুধা ও জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে ব্রাজিল বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক অব্যাহত রাখতে ইচ্ছা প্রকাশ করেছে।