আন্তর্জাতিক

তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

চীনের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে প্রায় ২ কোটি ভোটার নির্বাচিত করবেন তাইওয়ানের পরবর্তী প্রেসিডেন্ট।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির লাই চিং তে। তার মুল প্রতিদ্বন্ধী রক্ষণশীল কোয়োমিনতাং পার্টির হো ইয়ু হই এবং তাইওয়ান পিপলস পার্টি টিপিপি কো ওয়েন জে।

এবারের নির্বাচনে লাইয়ের বিপরীতে থাকা দুই মূল প্রতিদ্বন্দ্বী চীনপন্থি হিসেবে পরিচিত। জনমত জরিপে লাই কিছুটা এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *