দেশজুড়ে

ছিঃ তাপমাত্রা ছিঃ! তুমি এত নিচে নামতে পারলা?

রাজধানী ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা কমে জেঁকে বসেছে শীত। সারা দেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। শীত বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও এর প্রভাব পড়তে শুরু করেছে। এ নিয়ে নানা ধরনের স্ট্যাটাস দিচ্ছেন নেটিজেনরা।

সুপ্রিয় সিকদার নামের এক ফেসবুক ব্যবহারকারী তাঁর পোস্টে লেখেন, ‘ছিঃ তাপমাত্রা ছিঃ! তুমি এত নিচে নামতে পারলা? তোমার তো চরিত্র বইল্লা কিছুই নাই!’

কয়েকজন ফেসবুক ব্যবহারকারী বাংলাদেশে বসেই বিদেশের অনুভূতি পাওয়ার কথা জানিয়েছেন। এহসান আব্দুল্লাহ নামের এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘সুইজারল্যান্ডে (মানসিকভাবে) আছি….।’

মারুফ ইসলাম নামের এক ফেসবুক ব্যবহারকারী তাঁর পোস্টে লেখেন, কলবেল বাজল। দরজা খুলে দেখি পা থেকে মাথা পর্যন্ত ওভারকোটে মুড়ে দাঁড়িয়ে আছে আঞ্জু আপা। আমাকে দেখে বলল, খাইওলিজ দা! আমি ঢোক গিললাম। আপা কী বলছে এসব! মাথাটাথা গেল নাকি?

আমি আরেকবার ঢোক গিলে বললাম, ‘আপা, কী হয়েছে তোমার? কী বলছ এসব?’ আপা রেগে গিয়ে বলল, ‘সাইবেরিয়ার তাতার ভাষায় কথা বলছি, গাধা! তোর কী মনে হয়, আমরা এখন বাংলাদেশে আছি?’

এ শীতে গোসল নিয়েও আপত্তি আছে অনেকের। এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন জাহিদ হাসান নামের এক ফেসবুক ব্যবহারকারী। তিনি লেখেন, ‘মনের গোসলই আসল গোসল।ভাবতে ভাবতেই গরম পানির বালতি রেখে ঠান্ডা পানির বালতি থেকে পানি তুলে গায়ে ঢেলে দেয়ার পর……উফফ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *