জাতীয়

প্রশিক্ষণ নিয়ে প্রতিবন্ধীরাই কর্মসংস্থান গড়ে তুলবে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশিক্ষণ দিয়ে প্রতিবন্ধীদের স্বনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। মৈত্রী শিল্পে প্রতিবন্ধীরা মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে। প্রতিবন্ধী ব্যক্তিরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মসংস্থান নিজেরা গড়ে তুলবে। এক্ষেত্রে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

মঙ্গলবার দুপুরে টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমি এ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ঘুরে ঘুরে দেখছি। কোথায় কী আছে, কী লাগবে তা পর্যবেক্ষণ করছি। এখানে দেখলাম প্রতিবন্ধীরা ভালো প্রশিক্ষণ নিচ্ছে। তারা ভালো ও গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে। এসব পণ্য সব সরকারি দফতরে সরবরাহ করা যেতে পারে। এতে এই শিল্প একটি অধিক লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডা. দীপু মনি বলেন, প্রতিবন্ধীদের ভাতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার জন্য সরকার কাজ করছে।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মেহেদী হাসান, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক মো. সেলিম খান (যুগ্ম সচিব), গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *