দুই মাসের মধ্যেই কক্সবাজার রুটে নতুন ট্রেন
আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ট্রেন চালু হবে (কমিউটার ট্রেন) বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
গতকাল বুধবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের রেস্ট হাউসে রেলওয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর গত মঙ্গলবার রাতে দুইদিনের সফরে প্রথম চট্টগ্রাম আসেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম।
গতকাল বুধবার সকালে প্রথমে পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে রেলওয়ে ভিআইপি রেস্ট হাউসে রেলওয়ের ঊর্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রেলপথ মন্ত্রী।
এসময় সাংবাদিকরা কক্সবাজার রুটে চট্টগ্রাম থেকে ট্রেন চালুর ব্যাপারে মন্ত্রীকে প্রশ্ন করলে রেলমন্ত্রী বলেন, আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম–কক্সবাজার ট্রেন চালু হবে।
সেটা আন্তঃনগর নাকি কমিউটার ট্রেন –সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, চারটা সূচি করে রেখেছি। দুই মাসের মধ্যে আমরা একটা চালু করব, সেটা কমিউটার ট্রেন। এখন আমাদের ইঞ্জিন, কোচ এবং চালকের সংকট প্রকট।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে সারাদেশে তেল পরিবহন হয় ট্রেনে করে, যত খাদ্যশস্য, পণ্যবাহী কনটেনার, সব চট্টগ্রাম থেকে সাপোর্ট দিচ্ছে। এখন যদি আন্ত:নগর ট্রেন চালু করতে হয়, কনটেনার ট্রেন বন্ধ করে কক্সবাজার রুটে ট্রেন চালু করতে হবে। খুব শিগগিরই চালু করব।
এসময় রেলমন্ত্রী বলেন, আমরা যেভাবে হোক শুরু করি। যেটা অ্যাভেইলেবল হয়, সেটা আমরা শুরু করব। কক্সবাজার রুটে আগামী দুই মাসের মধ্যে একটি কমিউটার ট্রেন চালু করা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো লোকোমাস্টার সমস্যা। লোকোমাস্টার নিয়োগ করে শিগগিরই নতুন ট্রেন চালু হবে।