নতুন কালুরঘাট সেতু নির্মাণে লাগবে চার থেকে পাঁচ বছর
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, পুরোনো কালুরঘাট সেতু মেরামত করা হচ্ছে, মার্চের মাঝামাঝিতে এ সেতুতে যান চলাচল শুরু হবে বলে জানান মন্ত্রী। নতুন কালুরঘাট সেতু প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, কালুরঘাট রেল সেতুর সমীক্ষা শেষ। কোরিয়ান অর্থায়নে নির্মাণ হবে নতুন সেতুটি। নদীর ওপর রেল সেতু চালু হতে সময় লাগবে চার থেকে পাঁচ বছর।
গতকাল বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের রেস্ট হাউসে রেলওয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর গত মঙ্গলবার রাতে দুইদিনের সফরে প্রথম চট্টগ্রাম আসেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম।
কালুরঘাটে রেলসেতু কবে নির্মাণ হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, নতুন কালুরঘট সেতুর সমীক্ষা শেষ হয়েছে। দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ–এর অর্থায়নে কালুরঘাট সেতু নির্মাণ করা হবে। কালুরঘাটের মতো ব্রিজ একটা নির্মাণ করতে তো সময় লাগবে। চার–পাঁচ বছরের মধ্যে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে।