জাতীয়

সরকার এখন শুধু রুটিন কাজ করবে, সিদ্ধান্ত নেবে না : আইনমন্ত্রী

তফসিল ঘোষণার পর বর্তমান সরকার শুধু রুটিন কাজ চালিয়ে যাবে, কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে না বলে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় কিংবা পুলিশের বিষয়ে যদি নির্বাচন কমিশনের কিছু বলার থাকে, তারা সে নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। সরকার শুধু রুটিন কাজ করবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রতিদিনের কার্যক্রম করবেন সরকারি কর্মকর্তারা। নতুন করে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এবং পলিসি পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। আইন হবে না, কারণ সংসদ বসবে না। নতুন করে কোনো উন্নয়ন কাজের উদ্বোধনও করা হবে না। নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো কাজ আমরা করব না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের আকার ছোট হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে তিনি বলেন, আর বিচার বিভাগ সুপ্রিম কোর্টের নির্দেশনায় চলবে, আইন মন্ত্রণালয়ের নির্দেশনায় চলবে না। এটাই গণতন্ত্রের মূল বক্তব্য যখন নির্বাচন আসে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। ঠিক গণতান্ত্রিক উপায়ে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সিডিউল ঘোষণার পর যেভাবে সরকার চালিত হবে, ঠিক সেভাবেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *