কক্সবাজার

টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোছনি রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের নুরুল হকের ছেলে আব্দুল আজিজ ও মেয়ে নুর আনকিস।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, সোমবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইটংপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৫। এ সময় দু’জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বসতঘর তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *