ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ২২
রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে ভাইরাসটিতে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় পাঁচজন এবং ঢাকার বাইরে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ১৫৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৯৩ জন এবং ঢাকার বাইরে ৭৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩০ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ১১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে ১৯ জন ছাড়পত্র পেয়েছেন।