ফেনীতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সম্পন্ন
ফেনীতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে দেশি-বিদেশি ক্বারিদের মোহনীয় কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতে মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক ও শ্রোতা।
শুক্রবার রাতে শহরের ঐতিহাসিক মিজান ময়দানে সপ্তম বারের মতো আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সম্পন্ন হয়েছে। ক্বারিরা কুরআনের সুর তুলে শ্রোতাদের হৃদয় জয় করেছেন। তিলাওয়াতের ফাঁকে ‘লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মাঠ।
মাওলানা ওলিউল্যাহ ও মাওলানা আমিমুল এহসানের যৌথ সঞ্চালনায় আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলনে তিলাওয়াত করেন তানজানিয়ার প্রসিদ্ধ ক্বারী আহমদ হিজা, ঈদী সাবান, ইরানের শাইখ সাদেক মুসলিমি, মিশরের সৈয়দ মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি আল হোসাইনী, বাংলাদেশি ক্বারী মাওলানা আব্বাস, ক্বারি আতাউল্লাহ আজাদি।
আন্তর্জাতিক ক্বেরাত সংস্থার ফেনী এর সভাপতি ও ফেনী আলীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্ব প্রধান আলোচক ছিলেন সোনাগাজীর ওলামা বাজার দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদিব। বিশেষ আলোচক ছিলেন ফেনী জামেয়া রশিদিয়ার মুহতামিম মুফতি আহমাদ উল্লাহ।