রমজানের আগেই পেঁয়াজের বাজার চড়া
মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারে ভালো মানের পেঁয়াজ ১৩০-১৪০ টাকা কেজি ও মাঝারি মানের পেঁয়াজ ১২০-১২৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। যা গত সপ্তাহে মান ভেদে ছিল ১০০ থেকে ১১৫ টাকা কেজি। এখনই পেঁয়াজের বাজার চড়া হওয়ায় রমজানের আগে নিত্যপণ্যটির দাম কেমন হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রেতারা।
এদিকে ভালো মানের রসুন ২২০-২৩০ টাকা ও মাঝারি মানের ১৯০-২০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
শ্যামলী থেকে বাজার করে ফেরার পথে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এলিনা বেগম বলেন, ‘পেঁয়াজের দাম প্রতি সপ্তাহেই বাড়ছে। গত সপ্তাহে কিনেছি ১২০ টাকা দরে, আজ কিনলাম ১৩০ টাকা করে। এখনই যদি পেঁয়াজের কেজি ১৩০ টাকা হয়, তাহলে রোজায় কী হবে?’
মোহাম্মদপুর কৃষি বাজারের মোহাম্মদ শরীফ বলেন, ‘দেশে উৎপাদিত পেঁয়াজে স্থানীয় বাজারের চাহিদা পূরণ হয় না। এ কারণে প্রতিবছরই পেঁয়াজ আমদানি করতে হয়। সামনে রমজান মাস। এখনি পেঁয়াজের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। আর পেঁয়াজ পরিবহনকালে পথে পথে যানবাহন থেকে সব ধরনের চাঁদা আদায় বন্ধ করতে হবে। এ জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করি।’