ধর্ম

রাত জেগে নফল ইবাদতের পর ফজর না পড়ার ক্ষতি

শবে কদর, শবে বরাত ফজিলতপূর্ণ রাত। শবে কদরের ফজিলত সরাসরি কোরআনে বর্ণিত না হলেও হাদিসের মাধ্যমে এ রাতের মাহাত্ম প্রমাণিত। এই রাতগুলোতে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে রাত জেগে নফল ইবাদতের ব্যাপক প্রবণতা দেখা যায়। মসজিদগুলো ঢল নামে মুসল্লিদের। অনেকেই নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকারে সময় কাটিয়ে থাকেন।

ওমর ইবনে আবদুল আজিজ রহিমাহুল্লাহ আদি ইবনে আরতাতের উদ্দেশ্যে লেখেন, ‘বছরের চারটি রাত তুমি অবশ্যই লক্ষ রাখবে। কেননা সেসব রাতে আল্লাহর রহমত বর্ষিত হয়—রজবের প্রথম রাত, শাবানের ১৪ তারিখ রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত। ’ (আত-তালখিসুল হাবির, ইবনে হাজার, ২/১৯১)

ফজিলতপূর্ণ রাতে নফল ইবাদতের পর ফরজ নামাজ আদায় না করার বিষয়টি ভয়ঙ্কর। কারণ, আল্লাহ তায়ালা যত ফরজ ইবাদত এবং নামাজের বিধান দিয়েছেন তিনি কেয়ামতের দিন তারই হিসাব নেবেন সর্বপ্রথম। নফল ইবাদত ফরজের ঘাটতি পূরণের কাজ দেবে। এক হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রা. বলেন, আমি রাসুলুল্লাহ সা.-কে বলতে শুনেছি, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার সালাতের। যদি তার সালাতের হিসাব সঠিক হয় তাহলে সে সফলকাম হবে এবং নাজাত পাবে। আর যদি সালাত বিনষ্ট হয়ে যায় তাহলে সে বিফল ও ক্ষতিগ্রস্ত হবে।

যদি ফরজ সালাতে কিছু কমতি হয়, তাহলে আল্লাহ বলবেন, দেখো, আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কি না? তখন নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। অতঃপর তার অন্য সব আমল সম্পর্কেও অনুরূপ করা হবে (যেমন : সালাত, সিয়াম, জাকাত, হজ ইত্যাদি)। (আবু দাউদ, হাদিস, ৮৬৪)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *