খেলা

অবাধ্য ভারতীয় দুই তারকাকে বিসিসিআই’র বড় শাস্তি

ইঙ্গিত ছিল আগে থেকেই। তাই সত্য হয়ে এলো। ঘরোয়া ক্রিকেট না খেলা এবং বোর্ডের নিয়মনীতির তোয়াক্কা না করায় বড় রকমের শাস্তির মুখে পড়েছেন দুই ভারতীয় ক্রিকেটার। বিশ্বকাপের দলেও শ্রেয়াশ আইয়ার ছিলেন ভারতের নির্ভরতার প্রতীক। কিন্তু বিশ্বকাপের তিন মাস পর তাকেই কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলতে দ্বিধা করেনি বিসিসিআই।

এই তালিকা থেকে বাদ পড়েছেন দুই আলোচিত ক্রিকেটার শ্রেয়াশ আইয়ার এবং ঈশান কিশান। বোর্ডের নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেদের জায়গা হারিয়েছেন দুজনেই। ফর্ম হারানো আইয়ারকে ভালো প্র্যাক্টিসের জন্য মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে বলেছিলেন সিলেক্টররা। সে কথা না মেনে বিশ্রাম চেয়ে বসেন ২৯ বছর বয়সী ব্যাটার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ডাক্তাররা পূর্ণ ফিট ঘোষণা করলেও আইয়ার খেলতে রাজি হননি।

অন্যদিকে আফগানিস্তান সিরিজের ঠিক আগ মুহূর্তে ছুটি চেয়ে বসেন ইশান কিশানও। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নেন তিনি। পরে জানা যায়, তেমন কোনো প্রয়োজন ছাড়াই বিশ্রাম চেয়েছেন উইকেটকিপার ব্যাটার। এই ফাঁকে গিয়েছেন দুবাইয়ে। অংশ নিয়েছেন রিয়েলিটি শো-তে।

২০২৩-২৪ মৌসুমে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন দু’জনেই। শ্রেয়াশ ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে। ঈশান ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে। নিয়ম মতো বিসিসিআইয়ের কাছ থেকে বছরে ৩ কোটি টাকা বেতন পেতেন শ্রেয়াশ। ঈশান বেতন হিসাবে পেতেন বছরে ১ কোটি টাকা। নতুন তালিকায় নাম না থাকায় বোর্ডের কাছ থেকে বার্ষিক বেতন হিসাবে কোনও টাকা পাবেন না তারা। অবশ্য ভারতের হয়ে খেললে ম্যাচ ফি এবং দৈনিক ভাতা বাবদ নির্দিষ্ট টাকা অবশ্য তাঁরা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *