চট্টগ্রামরাজনীতি

বাঁশখালী আসনে মনোনয়নপত্র নিলেন ডা. আলমগীর চৌধুরী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অধ্যাপক ডা. এম. আলমগীর চৌধুরী।

রবিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন তিনি।

অধ্যাপক ডা. এম. আলমগীর চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় তাঁতি লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় মনোনয়নপত্র নেওয়ার পর আলমগীর চৌধুরী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সহযোগী হতে চাই। আমার জন্মভূমি বাঁশখালীর মানুষের সেবা করতে চাই। দল মনোনয়ন দিলে এই আসনে নৌকার বিজয় সুনিশ্চিত।’

আলমগীর চৌধুরী ১৯৫৯ সালের ২৮ নভেম্বর বাঁশখালীর বনেদি পরিবার জলদি মিয়ার বাড়িতে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে আলমগীর চৌধুরী এক কন্যা সন্তানের জনক। তাঁর পিতার নাম হেছাম উদ্দিন আহমেদ চৌধুরী ও মাতার নাম মাহফুজা খাতুন চৌধুরানী।

১৯৮৪ সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে ১৯৯৪ সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিএলও পাস করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এমএস (ইএনটি) অর্জন করেন। ২০১৯ সালে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জেন্স অব গ্লাসগো থেকে এফআরসিএস পাস করেন। এরপর ২০২০ সালে আমেরিকান কলেজ অব সার্জন্স থেকে এফএসিএস পাস করেন।

১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ছাত্রলীগের সদস্য হিসেবে আলমগীর চৌধুরীর রাজনৈতিক জীবনের হাতেখড়ি। ১৯৭৫ সাল থেকে তিনি ১৯৭৭ সাল পর্যন্ত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। এরপর ১৯৭৮ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত একই কলেজে ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৮১ সালে নতুন কমিটি গঠিত হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *