বড় জয়ে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ
টি-টোয়েন্টি ক্রিকেটে অজেয় থাকার পথে একধাপ এগোল বাংলাদেশের টাইগাররা। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের প্রথম ম্যাচ হেরে হোচট খেলেও দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে রেকর্ড ধরে রাখার আশা জিইয়ে রাখল শান্ত বাহিনী।
সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লংকানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এর আগে জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। সাজঘরে ফেরার আগে লিটন দাস ২৪ বলে ৩৬ ও সৌম্য সরকার ২২ বলে ২৬ রান করেন। নাজমুল হাসানের সঙ্গে ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়।
এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের ধারাবাহিকতা রক্ষার আশা বেঁচে রইল টাইগারদের। এই সিরিজ জিতলে টানা পাঁচটি সিরিজ জেতার রেকর্ড গড়বে বাংলাদেশ।
বুধবার টসে জিতে ফিল্ডিং বেছে নেন টাইগার অধিনায়ক। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার আভিষ্কা ফার্নান্দোর উইকেট হারিয়ে বিপদে পড়লেও পড়ে সামলে নেয় সিংহলীজরা। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম ওভারের চতুর্থ বলে শূন্য রানে অভিষ্কাকে ফেরান তাসকিন। এরপর কুশাল মেন্ডিস এবং কামিন্দু মেন্ডিস তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন। পার্টনারশিপ ভেঙে টাইগার শিবিরে স্বস্তি ফেরান সৌম্য সরকার। ইনিংসের নবম ওভারে ২২ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৬ রানে সাজঘরে ফেরেন কুশাল।
শেষ পর্যন্ত বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। ৫ উইকেটে ১৬৫ রান তোলে সফরকারীরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন কামিন্দু মেন্ডিস। ২৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস সাজান তিনি। ২১ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়া অধিনায়ক চারিথ আসালাঙ্কা ২৮, এবং দাসুন শানাকা অপরাজিত থাকেন ২০ রানে। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।