খেলা

মেসির ব্যবহৃত বিশ্বকাপের ৬টি জার্সি নিলামে

মেসির ব্যবহৃত বিশ্বকাপের ৬টি জার্সি নিলামে তোলা হচ্ছে।বিশ্ব ফুটবলের অসংখ্য শিরোপা, ট্রফি নিজের শোকেসে থাকলেও ক্যারিয়ারে পূর্ণতা পাচ্ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অবশেষে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ শিরোপা উঁচু করে তুলে ধরার পর তার ক্যারিয়ার পূর্ণতা লাভ করে।

৩৬ বছর পর নিজ দেশ আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা পাইয়ে দেয়ার পথে এলএমটেন যেসব জার্সি পরে মাঠ মাতিয়েছিলেন সেগুলো এবার নিলামে তোলা হচ্ছে। শুধুই যে ফাইনাল ম্যাচের জার্সি এমনটি নয়। আসরে তিনি যে সাতটি ম্যাচ খেলেছেন ফাইনালেরটিসহ মোট ছয়টি ম্যাচের জার্সি নিলামে তোলা হচ্ছে।নিউইয়র্কে অনুষ্ঠিত হবে নিলামটি। সোথবি ওই নিলামের আয়োজন করেছে। আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত নিলাম চলবে। তখন মেসির জার্সি বিনা পয়সায় দেখতেও পারবেন দর্শকরা। খবর ইএসপিএ

জার্সিগুলোর মধ্যে রয়েছে নকআউট পর্বের চারটি ম্যাচ এবং গ্রুপ পর্বের দুটি ম্যাচের। নিলামের আয়োজন করা প্রতিষ্ঠান সোথবি ধারণা করছে মেসির জার্সিগুলোর দাম ১০ মিলিয়ন ডলার বা ১১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এর আগে মাইকেল জর্ডানের ১৯৯৮ এনবিএ’র আইকনিক শিকাগো বুলসের জার্সি রেকর্ড ১০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে

মেসির জার্সি বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ চ্যারিটি ফান্ডে অনুদান হিসেবে দেয়া হবে। নিলাম প্রতিষ্ঠান সোথবি বলেছে, ২০২২ বিশ্বকাপে পরা মেসির জার্সিগুলো উত্তরাধিকারের নিদর্শন। যা ফুটবলের প্রতি ভালোবাসা, পরিশ্রমের বার্তা বহন করে। এটি শুধু একটি বিশ্বকাপ জয় নয়, বরং এর চেয়েও বেশি কিছু। আগামী দিনে তার ওই জার্সি শ্রেষ্ঠত্ব বহন করব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *