চট্টগ্রামলোহাগাড়া

লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের কালোয়ার পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে খোরশেদ আলমের নামের একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খোরশেদ উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলকনি পাড়ার নুনু মিয়ার পুত্র। স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বাবুল একুশে পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত রোববার বিকেলে সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালোয়ার পাড়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় খোরশেদ আলম, রিজু আরা বেগম (৫৫), কহিনুর আক্তার (৩৬), আলিশা (৮) দগ্ধ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।

খোরশেদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *