চট্টগ্রাম

অবশেষে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

কুমিল্লার নাঙ্গলকোটের রেল দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রামসহ চট্টগ্রামের সঙ্গে যুক্ত সকল রুট স্বাভাবিক হয়েছে। ভোর ৫টা ৪৫ মিনিটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন প্রথমে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘ একটি উদ্ধার অভিযানের আমরা পর ডাউন লাইনটি ক্লিয়ার করেছি। ইতিমধ্যে এক লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি লাইনে এখনও কিছু বগি পড়ে আছে। চট্টগ্রামে আটকে পড়ে সকল ট্রেন পরপর ছেড়ে এসেছে। সেগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে। এছাড়াও ঢাকাসহ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা যেসব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা ছিল সব ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়েছে। সেগুলোও কাছাকাছি স্টেশনগুলোতে এসে অবস্থান করবে। আমরা প্রথমে কক্সবাজার এক্সপ্রেস দিয়ে শুরু করে একে একে সকল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ক্রস করাবো।

এই কর্মকর্তা আরও বলেন, রোববার থেকে এখন পর্যন্ত ১৫টির মতো যাত্রীবাহী ট্রেন ও কয়েকটি মালবাহী ট্রেন গন্তব্য ছেড়ে এসে আটকা পড়েছিল। অনেক ট্রেনের শিডিউল বাতিল হয়েছিল। আমরা জানি না কখন পুরো কাজটি শেষ হবে। কারণ খুব বাজেভাবে লাইনটি উপড়ে গিয়েছে। এটা যদিও মেরামতে সময় নেবে। কিন্তু এই একটি লাইন চালু হলে ভোগান্তি কমে যাবে। আমরা একপাশ একপাশ করে উভয় পাশের ট্রেনই ছেড়ে দেবো।

রোববার (১৭ মার্চ) দুপুরে ১৮টি বগিতে কয়েকশ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে জামালপুর যাচ্ছিল ‘বিজয় এক্সপ্রেস’। হাসানপুর থেকে ৫ কিলোমিটার দূরে নাঙ্গলকোটের আগে চলন্ত ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয়ে এবড়ো-থেবড়ো হয়ে যায়। এ সময় রেললাইনের ধারে একটি বাড়িতে উঠে যায় বগি। তবে সে সময় ঘরে কেউ ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *