অবরোধের সমর্থনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল
বিএনপি জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকে আবারও শুরু হয়েছে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি। অবরোধের প্রথম দিনে বুধবার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
নেতাকর্মীরা মহানগরী বাদেও উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন স্থানে এসব মিছিল নিয়ে বের হন। এছাড়াও মহানগরীর মুরাদপুর এলাকায় মিছিল করেছে মহানগর যুবদল। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। নগরীর প্রবর্তক মোড় এলাকায় মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু মিছিলের নেতৃত্ব দেন। অবরোধের সমর্থনে আগ্রাবাদ গোসাইলডাঙ্গা এলাকায় মিছিল করেছে বন্দর থানা বিএনপি। বন্দর থানা বিএনপির সভাপতি হাজী মো. হানিফ সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান মিছিলে নেতৃত্বে দেন।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ির মদনহাট এলাকায় ঝটিকা মিছিল করেছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রদল। মিছিলে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী সেলিম উদ্দীন, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহেদুল হক, সদস্য সামশেদ উদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল আল মামুন, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইমরান নেওয়াজ মিছিলে অংশ নেয়। এছাড়াও সকালে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা এলাকায় মিছিল করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি মিছিলে নেতৃত্ব দেন।