আইন-আদালতচট্টগ্রাম

স্বর্ণ চোরাচালানের দায়ে চট্টগ্রামে যুবকের যাবজ্জীবন

নগরের পতেঙ্গা থানার স্বর্ণ চোরাচালানের মামলায় মো. বেলাল উদ্দিন (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালত এই রায় দেন।

বেলাল উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া থানার ফাসিয়াখালী মাদ্রাসা পাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি ২০১৭ সালে হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক আছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবদুর রশিদ বলেন, ১৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে স্বর্ণ চোরাচালানের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. বেলাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর গেইট থেকে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর মো. বেলাল উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব-৭। ওই সময় তার কাছ থেকে ১১৫টি স্বর্ণের বার ও গহনাসহ ১৭৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

এর বাজারমূল্য সে সময়ের দাম অনুযায়ী ৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার ৫০৫ টাকা। এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন ডিএডি তোফাজ্জল হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে ২০১৬ সালে ২৪ নভেম্বর মামলাটির বিচার শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *