নারীকে মারধর: ইউপি চেয়ারম্যান কারাগারে
প্রতিবেশী এক নারীকে মারধরের মামলায় আলোচিত টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে নাগরপুর-সখিপুর আমলি আদালতের বিচারক নওরিন করিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহম্মেদ।
জানা যায়, মারধরের শিকার জেসমিন আক্তার (৩৫) ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তা ও অপর প্রতিবেশী রুবেলর (৩৫) বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২ মার্চ প্রতিবেশী এক নারীকে মারধর করেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা। এক সহযোগীকে সঙ্গে নিয়ে চেয়ারম্যানের মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।