উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরসা সদস্য জোবায়ের গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় তার কাছ থেকে এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আরসার সদস্য হলেন উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৮)। গ্রেপ্তার আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে উখিয়ার জামতলী বাজারে এ অভিযান চালানো হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তিনি জানান, মোহাম্মদ জোবায়ের জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। সে ২০১৭ সালে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর থেকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস শুরু করে।
পরবর্তীতে ২০২০ সালে আরসায় যোগদান ও আরসার হয়ে আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।