আন্তঃজেলা ‘অটোরিকশা চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- লাভলু নাথ (৩২), মো. ছালেহ আহাম্মদ (৪৩)।
রবিবার (২৪ মার্চ) বিকাল ৩টায় রাঙ্গুনিয়া থানাধীন লিচুবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি জানান, গত ২১ মার্চ সকাল ৬টায় কাপ্তাই রাস্তার মাথা থেকে মো. ইয়াছিন নামে একব্যক্তির একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিলে গতকাল বিকেলে রাঙ্গুনিয়ার লিচুবাগান এলাকা থেকে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।