কপালে ব্যান্ডেজ নিয়েই ইফতার পার্টিতে মমতা
কপালে ব্যান্ডেজ নিয়েই ইফতার পার্টিতে যোগ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই তিনি ইফতার পার্টিতে যোগ দেন। এবার অসুস্থ থাকলেও ব্যান্ডেজ পরিহিত অবস্থায় অংশ নেন তিনি।
বৃহস্পতিবার (২৮শে মার্চ) পার্ক সার্কাসে ইফতার পার্টির আয়োজন করেছিল ‘উদ্দীপনী’ নামের একটি সংগঠন। তাতে প্রধান অতিথি ছিলেন মমতা। সে সময় তার পাশে ছিলেন ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
এ ছাড়াও আমন্ত্রিত ছিলেন শহরের সব স্তরের জনপ্রতিনিধিরা। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী। এদিনও দেখা গেল মুখ্যমন্ত্রীর কপালে ব্যান্ডেজ। অর্থাৎ এখনও চোট পুরোপুরি সারেনি। তা সত্ত্বেও প্রতিবারের মতোই এবারও ইফতার পার্টিতে শামিল হলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: গাজাবাসীকে অনাহারে রাখা যুদ্ধাপরাধ, ইসরায়েলকে জাতিসংঘ
প্রসঙ্গত, ১৪ই মার্চ বাড়িতেই চোট পান মুখ্যমন্ত্রী। তার কপাল ফেটে নাক, গাল বেয়ে রক্ত পড়ার ছবি পোস্ট করেছিল তৃণমূল। তড়িঘড়ি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসএসকেএম হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার কপালে ৩ টি ও নাকে একটি সেলাই পড়ে। তার পর বেশ কয়েকদিন বাড়িতে বিশ্রামে ছিলেন তিনি।