হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৪০৫ টন আলু আমদানি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি সপ্তাহের ২ কর্মদিবসে ভারতীয় ১৬টি ট্রাকে ৪০৫ টন আলু আমদানি হয়েছে। এরপরও কমছে না খুচরা বাজারে আলুর দাম। বর্তমানে খুচরা বাজারে দেশি বড় জাতের আলু ৩২ টাকায় এবং দেশি ছোট জাতের আলু ৩৫ থেকে ৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত আলু ৩০ টাকা দরে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো।
হিলি বাজারে আলু কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, ভারত থেকে আলু আমদানি হচ্ছে। তবুও খুচরা বাজারে দাম কমছে না। আমরা সাধারণ মানুষ আলু কিনতে গিয়ে অনেকটাই বিপাকে পড়ছি। ভরা মৌসুমেও দেশের বাজারে আলুর দাম অনেকটাই বেশি।
এ দিকে কিছু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে আলুর দাম বৃদ্ধি করে দিচ্ছে বলেও অভিযোগ সাধারণ ক্রেতাদের।
এ বিষয়ে হিলি বাজারের আলু বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, ভারত থেকে আলু আমদানি হচ্ছে। তবুও মোকামে আলুর দাম বেশি। কারণ অনেক কৃষক আলু বিভিন্ন স্টরের রেখে দিয়েছেন। যার ফলে মোকামে আলুর চাহিদা বেশি হয়েছে। আমরা বেশি দামে আলু কিনে বেশি দামে বিক্রি করছি। তবে পেঁয়াজের দাম কমেছে। পেঁয়াজ কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে বর্তমানে দেশি পেঁয়াজ ৪২ থেকে ৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।