খেলা

ভারত নারী ক্রিকেট দল আসছে ২৩ এপ্রিল

অস্ট্রেলিয়ার পর এবার ভারতের নারী ক্রিকেট দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেটাও একইভাবে নিজেদের মাটিতে।

চলতি এপ্রিলে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নারী ক্রিকেট দল- এমন আভাস আগে থেকেই ছিল। এবার চূড়ান্ত হয়ে গেছে আসন্ন সিরিজের সূচি। ভারতের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার আয়োজক দেশ বাংলাদেশ। তাই কন্ডিশনকে মানিয়ে নিতে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে ভারত আগ্রহ প্রকাশ করেছিল বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল।

বিশ্বকাপ কন্ডিশনে মানিয়ে নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। একই সূত্রে এবার ভারতের মেয়েরাও আসছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে ভারতীয় নারী দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী ২৮ এপ্রিল। ৩০ এপ্রিল হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ২ ও ৬ মে পরের দুই ম্যাচ রাখা হয়েছে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে, যেটি গ্রাউন্ড-২ হিসেবে পরিচিত। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচটি আবার রাখা হয়েছে মূল মাঠে, সন্ধ্যায়।

এ পর্যন্ত বাংলাদেশ ও ভারত ১৩টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। তার মধ্যে বাংলাদেশ মাত্র ১টিতে জয়লাভ করেছে, হেরেছে ১২টিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *